অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ সৌগত রায়
​কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : শারীরিক অসুস্থতার কারণে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকার
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ সৌগত রায়


​কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : শারীরিক অসুস্থতার কারণে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে প্রবীণ এই সাংসদ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

​উল্লেখ্য যে, ৭৭ বছর বয়সী এই সাংসদ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তিনি দীর্ঘ সময় ধরে টাইপ-২ ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত। এর আগে গত বছর এপ্রিল মাসে আড়িয়াদহে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। গাড়ি থেকে নামার সময় শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই সময় তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছিল।

​এছাড়া গত বছর জুন ও জুলাই মাসেও বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এমনকি গত বছর মার্চ মাসে সংসদের অধিবেশন চলাকালীন দিল্লিতে থাকাকালীনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি রাজনৈতিক কাজে সক্রিয় থাকার চেষ্টা করেছেন এবং সম্প্রতি শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনেও উপস্থিত ছিলেন। বর্তমানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande