শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত, ঘন কুয়াশায় প্রভাবিত রেল পরিষেবা
নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্য। শুক্রবার সকালে জমজমাট ঠান্ডা ছিল দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের মোরাদাবাদ, অযোধ্যা, বারাণসীতে। একইসঙ্গে ঘন কুয়াশার দাপটও ছিল। কুয়াশার প্রভাবে এদিন সকা
শীতে কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত, ঘন কুয়াশায় প্রভাবিত রেল পরিষেবা


নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্য। শুক্রবার সকালে জমজমাট ঠান্ডা ছিল দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের মোরাদাবাদ, অযোধ্যা, বারাণসীতে। একইসঙ্গে ঘন কুয়াশার দাপটও ছিল। কুয়াশার প্রভাবে এদিন সকালে দিল্লিতে রেল পরিষেবাও প্রভাবিত হয়েছে। আগেই কয়েকদিন উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আবার অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ঘন কুয়াশার দাপট থাকবে। আইএমডি আগামী দুই দিন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে।এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি এবং রাজস্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande