শীতের ভরা মরশুমে ভারী বৃষ্টি তামিলনাড়ুর উটি ও নীলগিরিতে
উটি, ২ জানুয়ারি (হি.স.): শীতের ভরা মরশুমে যখন ঠান্ডায় কাঁপছে দেশের বিভিন্ন রাজ্য, কাশ্মীর ও হিমাচল প্রদেশে হচ্ছে তুষারপাত। এমন সময় ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর উটি ও নীলগিরিতে। বৃষ্টি এতটাই হচ্ছে যে, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। শুক্রবারও মুষল
শীতের ভরা মরশুমে ভারী বৃষ্টি তামিলনাড়ুর উটি ও নীলগিরিতে


উটি, ২ জানুয়ারি (হি.স.): শীতের ভরা মরশুমে যখন ঠান্ডায় কাঁপছে দেশের বিভিন্ন রাজ্য, কাশ্মীর ও হিমাচল প্রদেশে হচ্ছে তুষারপাত। এমন সময় ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর উটি ও নীলগিরিতে। বৃষ্টি এতটাই হচ্ছে যে, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। শুক্রবারও মুষলধারে বৃষ্টি হয়েছে উটি ও নীলগিরিতে।

শুক্রবার সকালে উটি ও নীলগিরি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে, কুনুরে ২১.৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার সর্বোচ্চ। উটি, কোঠাগিরি, কেথাই, কুন্ধা এবং আশেপাশের এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। গত মাসের ব্যাপক শিশিরের পরে, চলমান বৃষ্টিপাত দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে। জেলা জুড়ে এখনও পর্যন্ত মোট ৯৮০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande