
দেহরাদূন, ২ জানুয়ারি (হি.স.): নতুন করে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরাখণ্ডে বদলাতে পারে আবহাওয়া। দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূবাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সমভূমির কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। উত্তরাখণ্ডের উত্তরকাশি, রুদ্রপ্রয়াগ, চামোলি এবং পিথোরাগড় জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, যদিও আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ