জমজমাট ঠান্ডা জম্মু ও কাশ্মীরে, পার্বত্য অঞ্চলে তুষারপাত
শ্রীনগর, ২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর, পহেলগাম, গুলমার্গ সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তুষারপাতও হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চলে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের ভালেসার উঁচু পাহাড় তুষারে ঢেকে গিয়েছে। শ
জমজমাট ঠান্ডা জম্মু ও কাশ্মীরে, পার্বত্য অঞ্চলে তুষারপাত


শ্রীনগর, ২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর, পহেলগাম, গুলমার্গ সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তুষারপাতও হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পার্বত্য অঞ্চলে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের ভালেসার উঁচু পাহাড় তুষারে ঢেকে গিয়েছে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়।

জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়ার উঁচু অংশের পাহাড়েও তুষারপাত হয়েছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে, কাশ্মীর উপত্যকায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পুঞ্চের পীর পাঞ্জাল পর্বতমালায় এদিন ভারী তুষারপাত হয়েছে। চারিদিক বরফের চাদরে ঢাকা পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande