
বেঙ্গালুরু, ২ জানুয়ারি (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো কর্ণাটকের বল্লারি শহরে। বৃহস্পতিবার রাতে বল্লারি শহরের আওম্বাবি এলাকায় বাল্মীকি ব্যানার ইস্যুকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বল্লারির পুলিশ সুপার জানিয়েছেন, দুই গোষ্ঠী একে অপরকে নিশানা করে পাথর ছোড়ে। এলাকায় এখন উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
এই সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাল্মীকি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে বিজেপি বিধায়ক জনার্ধন রেড্ডি, প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা শ্রীরামুলু, শেখর, আলিখান এবং সোমশেখর রেড্ডি-সহ ১১ জনের বিরুদ্ধে ব্রুসপেট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ