
শিলিগুড়ি, ৩ জানুয়ারি ( হি. স.) : ভোটের আগে চা বাগান শ্রমিকদের সমস্যা ও দাবিদাওয়া সরাসরি শোনার লক্ষ্যে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির উদ্যোগে এই প্রথমবার চা বাগান শ্রমিকদের সঙ্গে এমন সরাসরি জনসংযোগমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শুনবেন। শ্রমিকদের কথা আরও সুসংগঠিতভাবে তুলে ধরার জন্য একটি নির্দিষ্ট ফর্মের ব্যবস্থা করা হয়েছে। ওই ফর্মে শ্রমিকরা তাঁদের দৈনন্দিন সমস্যা, মজুরি, স্বাস্থ্য, বাসস্থান-সহ নানা বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করার সুযোগ পাবেন। সেই ফর্মের মাধ্যমেই তাঁদের বক্তব্য সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে।দলীয় সূত্রে জানানো হয়েছে, সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে গুরুত্বপূর্ণ ও জরুরি সমস্যাগুলি বেছে নিয়ে যতটা সম্ভব বেশি ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমস্যাগুলি নিয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেওয়া হবে।চা বাগান শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় এই বৈঠককে তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ভোটের আগে এই উদ্যোগের মাধ্যমে চা বলয়ের মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে চাইছে শাসক দল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়