মেঘালয়ে এনএফ রেলের প্রথম পণ্যবাহী ট্রেনে লোডিং
গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ের মেন্দিপথার রেলওয়ে স্টেশনে প্রথমবারের জন্য একটি সম্পূর্ণ পণ্যবাহী রেক সফলভাবে লোডিং সম্পন্ন করার মাধ্যমে পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। মেন্দিপাথারে ৪২টি বডি কভার্ড
মেঘালয়ে এনএফ রেলের প্রথম পণ্যবাহী ট্রেনে লোডিং


গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ের মেন্দিপথার রেলওয়ে স্টেশনে প্রথমবারের জন্য একটি সম্পূর্ণ পণ্যবাহী রেক সফলভাবে লোডিং সম্পন্ন করার মাধ্যমে পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। মেন্দিপাথারে ৪২টি বডি কভার্ড ওয়াগনের একটি সম্পূর্ণ রেক মাত্র ৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে কয়লা লোডিং হয়েছে। কয়লা-বোঝাই পণ্যবাহী ট্রেনটি জালালগড়ে যাবে।

আজ শনিবার এক প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই খবর দিয়ে জানান, মেঘালয়ের একমাত্র স্টেশন হওয়ার পরিপ্রেক্ষিতে মেন্দিপথারে ৪ ফেব্রুয়ারি (২০২৫) প্রথম মালবাহী ট্রেনের আনলোডিঙের মাধ্যমে রেলওয়ে পণ্য পরিবহণ মানচিত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে। তার পর থেকে স্টেশনটিতে পণ্য আনলোডিঙে ধারাবাহিক বৃদ্ধি হচ্ছে। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর (২০২৫)-এর মধ্যে মোট ২৯টি মিনি রেক ও ছয়টি পূর্ণরেক, যা ২০.৫টি পূর্ণ রেকের সমতুল্য আনলোড করা হয়েছে। পণ্যলোডিং শুরু হওয়ার মাধ্যমে মেন্দিপথার স্টেশনটি বৃহৎ পরিমাণের মালবাহী পরিবহণ পরিচালনার জন্য কার্যকরভাবে প্রস্তুত। মেন্দিপাথারে পণ্য লোডিং ও আনলোডিং মেঘালয়ের স্থানীয় অর্থনীতিকে গতি প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পণ্যের বহির্গামী ও অন্তর্মুখী যাতায়াত সহজ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করবে। বিশেষ করে পাহাড়ি এবং এমন এলাকার জন্য যেখানে সহজে প্রবেশযোগ্য নয়। এই কার্যক্রম আঞ্চলিক শিল্পগুলিকে সহায়তা করবে, এই অঞ্চলে উৎপাদিত পণ্যের জন্য বাজার প্রবেশযোগ্যতা উন্নত করবে এবং অত্যাবশ্যক পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা নিশ্চিত করবে, প্রেস বিবৃতিতে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande