
খড়গপুর, ৫ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে তিন পাতার চিঠিতে তিনি এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন, উদ্বেগ প্রকাশ করে মমতা জানান, অনিয়মগুলির সমাধান না-হলে ‘অপূরণীয় ক্ষতি’ হয়ে যাবে।
মমতার এই চিঠি প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও মূল্যে এসআইআর-কে থামাতে চান। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন যে এসআইআর সম্পন্ন হলে আপনি হেরে যাবেন? যদি তাই হয়, তাহলে আপনার পরাজয় নিশ্চিত। বাংলার মানুষ আপনাকে পরাজিত করবে। এসআইআর পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, ভাইপো দিল্লিতে পৌঁছেছে। কিন্তু এখানে এসআইআর হবে এবং ভুয়ো ভোটারদের নাম মুছে ফেলা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ