
বাজারিছড়া (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : কংগ্ৰেস-শূন্য গ্রামের ডাক দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট প্রদানের শপথ নিলেন শ্রীভূমি জেলান্তর্গত লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর ১০ নম্বর ওয়ার্ডের একাংশ সংখ্যালঘু জনগণ।
আজ সোমবার ইচাবিল জিপির পুরাতন সলামনা গ্রামে স্থানীয় বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে এক উঠোনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতরা পাথারকান্দিতে বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ফের জয়ী করার সংকল্প নেন।
উঠোনসভায় উপস্থিত ছিলেন ইচাবিল জিপির সহ-সভানেত্রী বদরুন নেছা, সহ-সভানেত্রীর স্বামী নুর ইসলাম, স্থানীয় ১৭৭ নম্বর বুথের সভাপতি রহিম উদ্দিন, গ্রামের হেডম্যান সামাল উদ্দিন, ফখর উদ্দিন, প্রবীণ কর্মী আব্দুল কালাম, সফিক আলি, আফতাব উদ্দিন, ফুরমত আলি, আব্দুল করিম, মকলিস আলি, আফতার আলি প্রমুখ।
সভায় বক্তব্য পেশ করতে গিয়ে উপস্থিত প্রবীণ ব্যক্তিবর্গ এবং দলীয় পদাধিকারীরা বলেন, বর্তমানে কংগ্রেস এক অচল মুদ্রায় পরিণত হয়েছে। দীর্ঘ ৭০ বছর এই দল দেশের শাসন করলেও আমাদের কোনও পরিবর্তন হয়নি। তারা সংখ্যালঘু জনগণকে কেবলমাত্র ভোটব্যংক হিসেবে ব্যনবহার করেছে।
বক্তাদের কথায়, তাঁদের গ্রাম থেকে কটামণি বা জেলা সদরে যেতে হলে লঙ্গাই নদী পারাপার করতে হতো নৌকায়। এখান বিজেপি সরকার সেতু বানিয়ে দিয়েছে। পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ সহ বিশুদ্ধ পানীয় জল ও মহিলাদের অরুণোদয় সহ কয়েকটি প্রকল্পের সুবিধা প্রদান করেছে বর্তমান সরকার। এতে হতদরিদ্র জনগণের আর্থ-সামাজিক ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।
তাই তাঁরা এবারও উন্নয়নের নিরিখে ফের বিজেপি প্রার্থী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ২৬-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস