
বরেলি, ৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বরেলি জেলায় থানা ভুটা পুলিশ বীমা জালিয়াতি কাণ্ডে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। বুধবার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে নামী বীমা সংস্থার এজেন্ট পরিচয় দিয়ে প্রথমে মানুষের আস্থা অর্জন করত এবং পলিসিতে অতিরিক্ত সুবিধা বা বোনাসের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত।
গ্রেফতারকৃতদের নাম– মো. নাভি, ফরমান, মো. আকরাম ও আরিফ। পুলিশ জানিয়েছে, প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিভিন্ন ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হতো এবং কোম্পানির নামে জাল বিল তৈরি করা হতো।
এদিন পুলিশ সুপার আরও বলেন, “তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন রাজ্য ও জেলায় দল তৈরি করে সক্রিয় ছিল।”পুলিশ এখনও তাদের নেটওয়ার্ক এবং অন্যান্য সহযোগীদের খোঁজে তৎপর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য