
আরারিয়া, ৮ জানুয়ারি (হি.স.) : সরকারি নথি থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে রাবারের আঙুল তৈরি করে আধারভিত্তিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে পাঁচজন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে বিহারের আরারিয়া জেলার সাইবার থানা ও মহলগাঁও থানার পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ট্যাব, দুটি ফিঙ্গার স্ক্যানিং ডিভাইস, একটি জিও রাউটার, চারটি মোটরসাইকেল ও দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, বুধবার গোপন সূত্রে খবর আসে যে মহলগাঁও থানার কিষাণপুর গ্রামের এক বাড়িতে সাইবার প্রতারণার কাজ চলছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে বিনোদ মণ্ডলের বাড়ি থেকে সন্দেহজনক অবস্থায় ল্যাপটপ, মোবাইল ও ফিঙ্গার স্ক্যানিং যন্ত্রসহ ছয়জনকে আটক করার চেষ্টা করা হলে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা সরকারি নথি থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে রাবারের আঙুল বানিয়ে ফিঙ্গার স্ক্যানারের মাধ্যমে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলত।
এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য