দিল্লিতে আদালত কর্মীর আত্মহত্যার চেষ্টা, বিচারের দাবিতে উঠল স্লোগান
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লির সাকেত আদালতের এক কর্মী কোর্ট চত্বরের একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকালের ঘটনা। পুলিশ জানিয়েছ, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা খতিয়ে দে
দিল্লিতে আদালত কর্মীর আত্মহত্যার চেষ্টা, বিচারের দাবিতে উঠল স্লোগান


নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লির সাকেত আদালতের এক কর্মী কোর্ট চত্বরের একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সকালের ঘটনা। পুলিশ জানিয়েছ, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সাকেত আদালত চত্বরের একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে এক আদালত কর্মীর আত্মহত্যার চেষ্টার পর আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা 'হরিশের জন্য ন্যায়বিচার চাই' স্লোগান দেন। সাকেত আদালতের সচিব অনিল বাসোয়া বলেন, সকাল ১০টা নাগাদ আমরা সবাই খবর পাই, আমাদের আদালতের কর্মী, আহলমাদ হরিশ, একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। তিনি একটি সুইসাইড নোট লিখেছেন, যেখানে কাজের চাপকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুরো বার অ্যাসোসিয়েশনও আদালত কর্মীদের পাশে আছে। আমরা এখানে হরিশের জন্য ন্যায়বিচারের দাবিতে এসেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande