
শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে শুক্রবার দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের কয়েক ডিগ্রি নীচেই রয়েছে। শ্রীনগরের বেশ কয়েকটি জলাশয় জমে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, আগামী দিনগুলিতে জম্মু ও কাশ্মীর জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। গুলমার্গে গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭ থেকে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকায় সম্প্রতি তুষারপাত হলেও, সমতল অঞ্চলে তুষারপাত হয়নি। লাদাখ অঞ্চলে দ্রাস এবং নিওমা সবচেয়ে ঠান্ডা জায়গা। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে ছিল, তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র কাছে নিওমায় ছিল মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ