রবিবার হাইলাকান্দির শিরিষপুর ফায়ারিং রেঞ্জ এলাকায় জারি ১৬৩
হাইলাকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে ১১ জানুয়ারি সকাল ৬-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত জনসাধারণ
রবিবার হাইলাকান্দির শিরিষপুর ফায়ারিং রেঞ্জ এলাকায় জারি ১৬৩


হাইলাকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের ৫০০ মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারার অধীনে ১১ জানুয়ারি সকাল ৬-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরায় নিষিদ্ধ ঘোষণা করেছেন।

আজ শুক্রবার জারিকৃত এক আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, হাইলাকান্দির জেলা পুলিশের গুলি চালনা মহড়ার জন্য রবিবার সকাল ৬-টা থেকে সন্ধ্যা ৫-টা পর্যন্ত শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ফলে নির্ধারিত ওই সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande