হাইলাকান্দিতে শুরু অসমী ভোগালি মেলা
হাইলাকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দিতে অসমী ভোগালী মেলা শুরু হয়েছে। হাইলাকান্দি শহরের সার্কিট হাউস রোডের জীবিকা মিশনের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সিইও রুথলিয়েঙথা
মেলা উদ্বোধনের দৃশ্য


হাইলাকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দিতে অসমী ভোগালী মেলা শুরু হয়েছে। হাইলাকান্দি শহরের সার্কিট হাউস রোডের জীবিকা মিশনের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সিইও রুথলিয়েঙথাঙ।

এসএইচজি সংগঠনগুলির উৎপাদিত সামগ্রীর বিক্রির বন্দোবস্ত করে দিতে এই মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা এসএইচজি সদস্যদের প্রদর্শিত পণ্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর নারী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে এসএইচজি সদস্যদের উৎসাহিত করতে জেলার নাগরিকদের এসএইচজি পণ্য ক্রয় করার আহ্বান জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন দুই জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভুইয়াঁ, অঞ্জন নাথ, সহকারী কমিশনার প্রসেনজিৎ দে, নাবার্ড-এর ডিডিএম আয়ুষ্মান জশ এবং জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০টির বেশি স্টল মেলায় অংশ নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande