মণিপুরের কাংপোকপি জেলায় দুই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াই, হতাহতের খবর নেই
ইমফল, ৮ জানুয়ারি (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলায় দুই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলি-লড়াইয়ের ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চিরুণি তালাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পত
পোস্ত চাষ ধ্বংস (ফাইল ফটো)


ইমফল, ৮ জানুয়ারি (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলায় দুই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলি-লড়াইয়ের ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চিরুণি তালাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে খারাম ভাইফেই এলাকায় অগ্নিসংযোগ করে অবৈধ পোস্ত চাষ ধ্বংসের চেষ্টা করছিল সন্দেহভাজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট’ (এস কামসন)-এর কতিপয় সদস্য। সে সময় কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। জবাবি গুলি ছুঁড়ে ‘জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট’-এর সদস্যরাও। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর তা থেমে যায়। তবে গোলাগুলিতে কেউ হতাহত হয়নি, জানিয়েছে পুলিশের সূত্রটি।

সূত্রটি জানিয়েছে, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাকর্মী। তারা এলাকায় তালাশি অভিযান চালিয়েছে। জঙ্গিদের কোনও হদিশ পাওয়া যায়নি।

এদিকে এক বিবৃতিতে ‘জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (এস কামসন)’ দাবি করেছে, আজ সকাল প্রায় ৭:৪০ মিনিটে খারাম ভাইফেই এলাকায় অবৈধ পোস্ত চাষ ধ্বংস করতে গিয়েছিল তাদের সংগঠনের কয়েকজন সদস্য। কিন্তু গুলি বর্ষণ করে তাদের বাধা দেয় ‘কুকি সাসপেনশন অব অপারেশনস’-এর আন্ডারগ্রাউন্ড ক্যাডাররা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande