ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জন্মদিনের শুভেচ্ছা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা ডা. সাহার নেতৃত্বে ত্রিপুরায় চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছ
ডা. মানিক সাহার সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা (এক্স-এ পোস্টকৃত ছবি)


গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা ডা. সাহার নেতৃত্বে ত্রিপুরায় চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন।

আজ বৃহস্পতিবার তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘মা ত্রিপুরাসুন্দরীর পবিত্র ভূমি ডা. মানিক সাহার দিকনির্দেশনা ও নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির এক নতুন যুগের সাক্ষী হয়ে উঠছে, যা তাঁর দূরদর্শী নেতৃত্ব ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।’

ড. হিমন্তবিশ্ব মা কামাখ্যা ও মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের কাছে আধ্যাপক (ডা.) মানিক সাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবনের কামনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande