
রাঁচি, ৮ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের জন্য় কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত বিদ্যালয় আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে বৃহস্পতিবার। আবহাওয়া দফতরের সতর্কতার ভিত্তিতে জেলা শাসক এই নির্দেশ জারি করেন।
নির্দেশ অনুযায়ী, রাঁচি জেলার অন্তর্গত সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন (সংখ্যালঘু সহ) এবং বেসরকারি বিদ্যালয়ে ৯ ও ১০ জানুয়ারি পঠন-পাঠন বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত কোনও বাধ্যতামূলক পরীক্ষা থাকলে, সেই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে।
এছাড়া, সমস্ত সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের উক্ত সময়কালে ‘ই-বিদ্যাবাহিনী’(ঝাড়খণ্ড সরকারের একটি ডিজিটাল শিক্ষা প্রশাসনিক প্ল্যাটফর্ম) প্ল্যাটফর্মে বাধ্যতামূলকভাবে উপস্থিতি নথিভুক্ত করে অশিক্ষণমূলক দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য