
নৈনিতাল, ৭ জানুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হনুমানগড়ির কাছে মঙ্গলবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন আহত হয়েছেন। এসডিআরএফ, দমকল বাহিনী , পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আহতদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে বুধবার জানা গেছে।
বুধবার প্রশাসন সূত্রে জানা গেছে, চিল চক্কর মোড়ের কাছে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় আহতরা সবাই উত্তর প্রদেশ থেকে নৈনিতাল ভ্রমণে এসেছিলেন। আহতদের মধ্যে রয়েছেন তেজেন্দ্র সিং (২৬), করণদীপ (২১), বিক্রমজিৎ (২১), ইকবাল সিং (২৭) এবং হিমাংশু (২০)। চিকিৎসকেরা জানিয়েছেন, সকলের অবস্থা স্থিতিশীল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য