৮ তারিখে আউট্রাম ঘাটে যাবেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৫ জানুয়ারি( হি. স.) : কলকাতা থেকে গঙ্গাসাগর সব জায়গায় তীর্থযাত্রীদের জন্য সবরকম ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আউট্রাম ঘাটে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন। রাজ্য সরকারের তরফেও ভি
গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি তুঙ্গে, আনাগোনা শুরু


কলকাতা, ৫ জানুয়ারি( হি. স.) : কলকাতা থেকে গঙ্গাসাগর সব জায়গায় তীর্থযাত্রীদের জন্য সবরকম ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আউট্রাম ঘাটে গঙ্গাসাগরগামী তীর্থযাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন। রাজ্য সরকারের তরফেও ভিন রাজ্য থেকে আগতদের সঙ্গে মত বিনিময় করা হবে। অকপটেই এদিন তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, মেলায় আগত তীর্থযাত্রী থেকে শুরু করে পূণ্যার্থীদের পাশাপাশি কর্মরত সাংবাদিকদেরও ৫ লাখ টাকা বিমা সুবিধার আওতায় আনা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে ও মেলার সমস্ত খবরাখবরের জন্য যে কর্তব্য পালন করতে হয় ও দায়িত্ব রয়েছে সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ওই আর্থিক সুবিধা মিলবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন - জল জঙ্গলে ঘেরা দ্বীপ যুক্ত অঞ্চলে বাঘ, কুমীর, সাপের উপদ্রব ও আক্রমণ যেমন রয়েছে তেমন - লঞ্চ, নৌকা ও ভেসেল যাতায়াতে বিপত্তি ঘটে। এই পরিস্থিতির মোকাবিলায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande