কনকনে ঠাণ্ডা, আগামীকাল ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরার সব স্কুল বন্ধ, ঘোষণা মুখ্যমন্ত্ৰীর
আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : চলমান কনকনে ঠাণ্ডা এবং শীতল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার রাজ্যজুড়ে সব স্কুল আগামীকাল ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ সোমবার রাতে
ঠাণ্ডা, ত্রিপুরার সব স্কুল বন্ধ_প্রতিনিধিত্বমূলক ছবি


আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : চলমান কনকনে ঠাণ্ডা এবং শীতল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার রাজ্যজুড়ে সব স্কুল আগামীকাল ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ সোমবার রাতে তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম ফেসবুকে এই ঘোষণা করেছেন। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই সিদ্ধান্ত সরকারি, সরকার-অনুদানপ্রাপ্ত ও বেসরকারি, সব ধরনের স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্ৰচণ্ড শীতল আবহাওয়ার দরুন চলতি ২০২৬ সালের ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব স্কুল (সরকারি/সরকার-অনুদানপ্রাপ্ত ও বেসরকারি) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে ডা. সাহা জানিয়েছিলেন, ছাত্ৰছাত্ৰীদের ওপর ঠাণ্ডার প্রভাব পড়ার বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, শীতের তীব্রতার দরুন ছাত্রছাত্রীদের স্কুলে যেতে কোনও অসুবিধার সম্মুখীন হোক, সরকার তা চায় না।

তিনি বলেন, ‘আমি ইতিমধ্যেই বিষয়টি দেখছি এবং আমাদের সরকার চায় না, কেউ সমস্যার মধ্যে পড়ে স্কুলে যাক। পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। গতকাল তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি ছিল। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং প্রয়োজন হলে, বিশেষ করে প্রাথমিক স্কুল বন্ধ করা হবে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande