৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! কাঁপল উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশ
গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হল অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন টের পাওয়া মাত্রই ঠা
সিকিমে ৩.৯ তীব্রতার ভূমিকম্প, আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে


গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হল অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন টের পাওয়া মাত্রই ঠান্ডা ও কুয়াশার মধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল ও মায়ানমারেও কম্পন টের পাওয়া যায় বলে জানা যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande