
কারাকাস, ৩ জানুয়ারি (হি.স.):
রাতভর পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। কারা হামলা করল জানা যায়নি এখনও। মিসাইল হামলা নাকি বোমা বিস্ফোরণ জানা যায়নি তাও। ঘটনার পরেই জরুরি অবস্থা ঘোষণা করলেন ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে আমেরিকার হামলার কথা উড়িয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। শহরের একাধিক এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কী ভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। রাজধানীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছেও একটি বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ