প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক অভিযুক্ত গ্রেফতার
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : প্রতারণা মামলায় ২০১৪ সাল থেকে পলাতক থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সেন্ট্রাল রেঞ্জ দল। শুক্রবার রাতে বাটলা হাউস এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে
প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক অভিযুক্ত গ্রেফতার


নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : প্রতারণা মামলায় ২০১৪ সাল থেকে পলাতক থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সেন্ট্রাল রেঞ্জ দল। শুক্রবার রাতে বাটলা হাউস এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

শনিবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বুনিয়াদ আলির বিরুদ্ধে এক মহিলার কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ২০১২ সালে সাগরপুর থানায় প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়। তদন্ত চলাকালীন সে পলাতক হয়ে যায়। পরে ২০১৪ সালের ১৪ জুলাই আদালত তাকে ঘোষিত পলাতক হিসেবে চিহ্নিত করে।

অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়। ই-আদালত পোর্টাল ও সংশ্লিষ্ট থানার নথি যাচাইয়ের পর বাটলা হাউসে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

৬৫ বছর বয়সি বুনিয়াদ আলি ওরফে বুনিয়াদ এর বিরুদ্ধে নিউ ফ্রেন্ডস কলোনি ও জামিয়া নগর থানায় জমি দখল, প্রতারণা, জালিয়াতি ও আদালত অবমাননার একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশের মতে, এই গ্রেফতারে একাধিক পুরনো ঝুলে থাকা মামলার নিষ্পত্তিতে গতি আসবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande