
ধামতরি, ৩ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের ধামতরি জেলার কালরাতরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন চলার অভিযোগ উঠেছে। প্রশাসন ও খনিজ দফতর সম্প্রতি অভিযান চালিয়ে একটি ভারী যানবাহন বাজেয়াপ্ত করলেও গ্রামবাসীদের দাবি, এই পদক্ষেপ যথেষ্ট নয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতের বেলায় একাধিক খননযন্ত্র ও ভারী গাড়ির মাধ্যমে নিয়মিত মাটি উত্তোলন চলছে। প্রশাসনিক দল ফিরে যাওয়ার পর ফের খনন শুরু হয়। এর ফলে নদীর প্রাকৃতিক বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এতে ভবিষ্যতে বন্যা, ভূমিক্ষয় ও ভূগর্ভস্থ জলের স্তর হ্রাসের আশঙ্কা রয়েছে।
গ্রামবাসীরা অবৈধ উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন। শনিবার জেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য