
তেহরান, ৩ জানুয়ারি (হি.স.): তীব্র অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির জেরে ইরানে সরকার ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ বিস্তৃত হচ্ছে। ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন রাজধানী তেহরান-সহ দেশের বিভিন্ন শহরে আরও জোরালো রূপ নিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে, পাশাপাশি মাশহাদ, কোম ও জাহেদানের মতো শহরে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। জাহেদানে জুমার নামাজের পর খামেনেই-বিরোধী স্লোগান ওঠে। মাশহাদ, কাজভিন, হামদান ও তেহরান মিলিয়ে বহু শহরে আন্দোলন চলাকালীন নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে।
প্রতিবাদকারীরা কট্টর মৌলবাদী শাসনের অবসান ও রেজা পাহলভির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছেন। ইতিমধ্যেই ২২টি প্রদেশের ৪৬টি শহর এবং প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বহু ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে সমর্থন জানিয়েছেন।
মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৭ জন নিহত, ৩০ জনের বেশি আহত এবং ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির মধ্যেই ইরানের মুদ্রা সর্বনিম্ন স্তরে নেমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৪২.২ শতাংশে পৌঁছেছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে ৭২ শতাংশ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমন হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা জবাবে ইরানও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য