
ঢাকা, ৩ জানুয়ারি (হি.স.): গুরুতর জখম অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে সেখানেই মৃত্যু হলো হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের। গত বুধবার দোকান থেকে বাড়ি ফেরার সময়ে ধারালো অস্ত্র নিয়ে কোপানো হয় তাঁকে। তার পরে মাথায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে সেই লড়াই শেষ হলো। মারা গেলেন খোকন দাস।
গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী খোকনের উপর হামলা করে একদল জনতা। অভিযোগ, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। তার পরে পেট্রল জাতীয় কিছু দ্রব্য তাঁর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই নিয়ে যান শরীয়তপুর সদর হাসপাতালে। পরে সেই রাতেই তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ