
ভোপাল, ৩ জানুয়ারি (হি.স.): জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য শনিবারটি বিশেষ। এদিন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছচ্ছে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘পেরিহেলিয়ন’ বলা হয়। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার।
মধ্যপ্রদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানপ্রচারক সারিকা ঘারু জানান, ডিম্বাকৃতি কক্ষপথে আবর্তনের ফলে গ্রহ-উপগ্রহগুলি বছরে একবার সবচেয়ে কাছের অবস্থানে আসে। নতুন বছরের শুরুতেই সেই বিরল মুহূর্ত দেখা যাচ্ছে।
অন্যদিকে, শনিবার পূর্ণিমার চাঁদ পৃথিবীর তুলনামূলকভাবে কাছাকাছি থাকায় আকাশে তা সুপারমুনের মতো বড় ও উজ্জ্বল দেখাবে। যদিও চাঁদ ১ জানুয়ারিই পৃথিবীর সবচেয়ে কাছে ছিল, ফলে একে পুরোপুরি সুপারমুন বলা যাবে না। পূর্ণিমার রাতে চাঁদ মিথুন রাশিতে অবস্থান করে সন্ধ্যায় উদিত হয়ে সারা রাত আকাশে দৃশ্যমান থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য