
মেক্সিকো সিটি, ৩ জানুয়ারি (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫। জোরালো তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছে দু'জনের। অনেক বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার মেক্সিকোর রাজধানী এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি পর্যটন কেন্দ্রে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত দু'জন নিহত হন এবং ভূমিকম্পের উপকেন্দ্রের কাছের একটি ছোট শহরে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি একটি প্রধান বন্দর ও সমুদ্রসৈকত শহর আকাপুলকোর কাছে সকাল ৮টার কিছু আগে অনুভূত হয়। ভূমিকম্পটি প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উত্তরে মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছিল, যেখানে সাইরেনের শব্দ শুনে মানুষ নিরাপত্তার জন্য রাস্তায় ছুটে আসেন এবং ছুটির দিনের সপ্তাহান্তের কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে নিজের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। শহরের মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আরও ১২ জন আহত হয়েছেন, তবে দেশের বৃহত্তম শহরটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ