
নয়ডা, ৩ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার জেরে উত্তর প্রদেশের নয়ডার বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ১৬৮-র একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন পারস। বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে তিনি এক্সপ্রেসওয়ে পার হয়ে সেক্টর ১৪১-এ নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় অ্যাডভান্ট বিল্ডিংয়ের কাছে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
অন্য একটি ঘটনায়, সেক্টর ৫৮ থানার আওতায় বৃহস্পতিবার রাতে সেক্টর ৬২ এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান ৩১ বছরের যুবক রাহুল পুরোহিত। পুলিশ জানিয়েছে, স্কুটিতে করে দিল্লির দিকে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ‘ছোট হাতি’ গাড়ির সঙ্গে তাঁর স্কুটির ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এছাড়াও দানকৌর থানার এলাকায় সালারপুর আন্ডারপাসের কাছে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকের খালাসি বিবেক কুমার শর্মার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রাকের দরজা খুলে যাওয়ায় সেটি বন্ধ করতে নামার সময় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নলেজ পার্ক থানার পুলিশ জানিয়েছে, বুলন্দশহরের বাসিন্দা উদয়বীর (৩১) গত ৩১ ডিসেম্বর রাতে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনায় পৃথকভাবে মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও অজ্ঞাত যানবাহনগুলির খোঁজে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য