উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধার অভিযোগে ২৩ জানুয়ারি অনশনের ডাক শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের
শিলিগুড়ি, ৩ জানুয়ারি ( হি. স.) : বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থ সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজে খরচ করতে বাধা দেওয়া হচ্ছে—এই অভিযোগ তুলে আগামী ২৩ জানুয়ারি অনশনে বসার ডাক দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করে তিনি এই
শঙ্কর ঘোষ


শিলিগুড়ি, ৩ জানুয়ারি ( হি. স.) : বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থ সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজে খরচ করতে বাধা দেওয়া হচ্ছে—এই অভিযোগ তুলে আগামী ২৩ জানুয়ারি অনশনে বসার ডাক দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করে তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেন।বিধায়কের অভিযোগ, শিলিগুড়ি বিধানসভা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল (এমএলএ ল্যাডস) থেকে অর্থ বরাদ্দ করা হলেও প্রশাসনিক স্তরে ইচ্ছাকৃতভাবে তা আটকে রাখা হচ্ছে। এর ফলে রাস্তা সংস্কার, পানীয় জল, নিকাশি ও অন্যান্য জনকল্যাণমূলক কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি তাঁর।শংকর ঘোষ বলেন, “এই তহবিল কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের উন্নয়নের জন্য। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, একাধিকবার প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনও সদর্থক সাড়া মেলেনি।এই পরিস্থিতিতে প্রতিবাদের পথ হিসেবে অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিধায়ক। আগামী ২৩ জানুয়ারি শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে এই অনশন কর্মসূচি পালিত হবে। তাঁর দাবি, যতক্ষণ না উন্নয়ন তহবিলের টাকা ছাড় করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।এই ঘোষণাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande