স্টুডেন্টস উইক সেলিব্রেশন: প্রথম পর্বের আলোচনায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধি
কলকাতা, ৩ জানুয়ারি ( হি. স.): কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক বিকাশের লক্ষ্যে আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজিত হলো স্টুডেন্টস উইক সেলিব্রেশন। গোটা সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা থেকে সচেতনতামূলক আলোচনা পর্ব। এই পর্বে
স্টুডেন্টস উইক সেলিব্রেশন: প্রথম পর্বের আলোচনায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধি


কলকাতা, ৩ জানুয়ারি ( হি. স.): কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক বিকাশের লক্ষ্যে আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজিত হলো স্টুডেন্টস উইক সেলিব্রেশন। গোটা সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা থেকে সচেতনতামূলক আলোচনা পর্ব। এই পর্বে বক্তব্য রেখেছেন দর্শন বিভাগের অধ্যাপক ডঃ চন্দ্রিমা ভর এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ শুভশ্রী ঘোষ ।

স্টুডেন্টস উইক সেলিব্রেশনের দ্বিতীয় দিনে আশুতোষ কলেজের সেন্টিনারি বিল্ডিঙে আয়োজন করা হলো আলোচনা পর্ব। প্রথম পর্বের আলোচনার বিষয় ছিল লিঙ্গ সমতা এবং সচেতনতা বৃদ্ধি । লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে গণমাধ্যমের কি ভূমিকা , সেই বিষয়টিও সমান্তরালভাবে উঠে আসে বক্তব্যের মধ্যে । লিঙ্গ কি , তা কতটা জন্মসূত্রে প্রাপ্ত আর কতটা সমাজের প্রভাব রয়েছে কিংবা নারী ও পুরুষের বৈষম্যে সমাজ কি ধরনের ভূমিকা রয়েছে, সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয় । মন্তব্যের সপক্ষে দেখানো হয় বেশ কয়েকটি ভিডিও এবং গনমাধ্যমে প্রাত্যহিক কিছু বিজ্ঞাপন , যার মাধ্যমে পরোক্ষভাবে লিঙ্গ বৈষম্যকেই চিহ্নিত করে সেই বিষয়টিও উঠে এসেছে এই আলোচনায় ।

আলোচনার দ্বিতীয় অর্ধের মূল আলোচ্য বিষয় ছিল যৌন অপরাধ কি এবং পকসো আইনের ব্যাখ্যা । পকসো আইন কি , এই আইনের উদ্দেশ্য গুলো কি কি , অন্যান্য আইনের তুলনায় এই আইনের পার্থক্যই বা কি , সেই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয় । লিঙ্গ বলতে কেবল নারী কিংবা পুরুষ নয় তৃতীয় লিঙ্গের মানুষের সমানাধিকারের কথা তুলে ধরা হয়েছে । দিন যত অতিবাহিত হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজে নারীরা হয়ে উঠেছে ভোগ্যপণ্য । এই ভ্রান্ত ভাবনা দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং এক্ষেত্রে পকসো আইন কি ভূমিকা রেখেছে বা রাখছে , তাও উঠে আসে বক্তব্যের মধ্যে। নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা , নির্যাতনের হাত থেকে শিশুদের রক্ষা , শিশু রক্ষায় সমাজ সরকারের ভূমিকা , এবং অভিযোগের পদ্ধতি , বিচার প্রক্রিয়ার ধরন সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়েছে। বক্তব্যের সপক্ষে তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি সমীক্ষা এবং ভারতের বিভিন্ন রাজ্যে হওয়া ধর্ষনের ঘটনা। সমাজের যৌন অপরাধ রুখতে ছাত্র - ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা দিয়ে বক্তব্যের সমাপ্তি হয় ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande