কানপুর: গঙ্গার তীরে মিলল ডলফিনের মৃতদেহ
কানপুর, ৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কানপুর জেলার জজমৌতে গঙ্গা তীরে শুক্রবার রাতে একটি ডলফিনের মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রায় ১০ ফুট লম্বা ও সাড়ে তিন কুইন্টাল ওজনের ডলফিনটির দেহ পুলিশ ও বনদফতরের তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য
কানপুর: গঙ্গার তীরে মিলল ডলফিনের মৃতদেহ


কানপুর, ৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কানপুর জেলার জজমৌতে গঙ্গা তীরে শুক্রবার রাতে একটি ডলফিনের মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রায় ১০ ফুট লম্বা ও সাড়ে তিন কুইন্টাল ওজনের ডলফিনটির দেহ পুলিশ ও বনদফতরের তত্ত্বাবধানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় নৌকা চালকদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নৌকা চালকদের দাবি, প্রথমে ভাসমান বস্তুটিকে আবর্জনা মনে হলেও পরে ডলফিনের দেহ তীরে ভেসে আসে। খবর পেয়ে বনদফতরকে ডাকা হয়।

ডলফিনের মৃত্যু গঙ্গার দূষণের কারণে হয়েছে—এই আশঙ্কা নাকচ করেছেন বনদফতরের ডলফিন রেঞ্জার রাকেশ পান্ডে। তাঁর কথায়, দূষণজনিত হলে অন্যান্য জলজ প্রাণীর উপরও তার প্রভাব পড়ত। ফলে মৃত্যুর কারণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande