
মির্জাপুর, ৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জিগনা থানা এলাকার রায়পুর সরোনি গ্রামে শুক্রবার গভীর রাতে খালের বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খালের জল গ্রামে ঢুকে পড়ায় শতাধিক বিঘা জমির ফসল সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায়। বহু বাড়িতে জল ঢুকে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়।
শনিবার জানা গেছে, হলিয়া এলাকার বেলান - বারাউন্দা ড্যাম থেকে বেরোনো এই খালের অংশ রায়পুর সরোনি গ্রামের কাছে। গ্রামের একটি কালভার্টের কাছে বাঁধ ভাঙনের ঘটনা ঘটলেও স্থায়ী মেরামতির ব্যবস্থা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামপ্রধান সন্তোষ কুমার তিওয়ারির দাবি, খালের গভীরতা বাড়ানো হলেও বাঁধ মজবুত করার দিকে নজর দেওয়া হয় না। ফলে প্রতি বছরই কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
এবার বহু কৃষকের জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
কার্যনির্বাহী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, সংস্থার গাফিলতির কারণেই বারবার এমন বিপর্যয় ঘটছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির সমীক্ষার জন্য রাজস্ব দফতরের কর্মীদের ঘটনাস্থলে পাঠানোর আবেদন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য