ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে শুরু হল গজ উৎসব
শিলিগুড়ি, ৩ জানুয়ারি (হি. স.) : হাতি ও মানুষের সহবস্থানকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু করল ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভানু মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু হয়। উপস্থিত ছ
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে শুরু হল গজ উৎসব


শিলিগুড়ি, ৩ জানুয়ারি (হি. স.) : হাতি ও মানুষের সহবস্থানকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু করল ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভানু মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু হয়। উপস্থিত ছিলেন বনদফতরের সিসিএফ বালা মুরুগন, সংগঠনের সহ সভাপতি ডঃ সন্দীপ কুমার তিওয়ারি, অজয় সিং এডিআর‌এম কাঠিহার ডিভিশন সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বন দফতর, রেল, বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগ অংশগ্রহণ করে।

সংগঠনের তরফে জানা গিয়েছে, মানুষের সঙ্গে হাতির সংযোগ কিভাবে করা যায় সেই লক্ষ্যে সকল সংগঠনকে সঙ্গে নিয়ে এই গজ উৎসব করা হচ্ছে।জঙ্গল বাঁচানোর পাশাপাশি হাতি ও মানুষের জীবন রক্ষা করাও এই উৎসবের লক্ষ্য। গজ উৎসব অভিযান হল এশীয় হাতিদের জন্য চলাচলের অধিকার সুরক্ষিত করা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande