কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে
ফুলবাড়ি, ৩ জানুয়ারিঃ ( হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়িতে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন বাবা–মা। শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায়। এদিন সকালে
কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে


ফুলবাড়ি, ৩ জানুয়ারিঃ ( হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়িতে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন বাবা–মা।

শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায়। এদিন সকালে শোওয়ার ঘর থেকে অষ্টম শ্রেণির ছাত্র বিপ্লবের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপ্লবের সঙ্গে পরিবারের কারও কোনও ঝামেলা ছিল না। কেন সে এমন চরম সিদ্ধান্ত নিল, তা বুঝে উঠতে পারছেন না কেউই। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া করে স্বাভাবিকভাবেই ঘুমোতে গিয়েছিল বিপ্লব।

শনিবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঢুকে দেখতে পান তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande