
নয়াদিল্লি ও বারাণসী, ৪ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভার্চুয়ালি উত্তর প্রদেশের বারাণসীতে ৭২-তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত দশকে, বেশ কয়েকটি শহর ২০টিরও বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং বিভিন্ন দাবা টুর্নামেন্ট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত এখন ২০৩৬ সালের অলিম্পিকের জন্য সক্রিয়ভাবে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, কাশীর সাংসদ সদস্য হিসেবে, আমি সকল খেলোয়াড়দের স্বাগত জানাতে এবং অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আজ থেকে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এবং আপনারা সকলেই অনেক পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন। দেশের ২৮টি রাজ্যের দল এখানে এসেছে এবং আপনারা সকলেই 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' (এক ভারত, মহান ভারত) এর একটি সুন্দর চিত্র উপস্থাপন করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভলিবল ভারসাম্য এবং সহযোগিতার খেলা। এটি ইচ্ছাশক্তিও প্রদর্শন করে। ভলিবল আমাদের দলগত মনোভাবের মাধ্যমে সংযুক্ত করে। আমি ভারতের উন্নয়নের গল্প এবং ভলিবলের মধ্যে অনেক মিল দেখতে পাচ্ছি। ভলিবল আমাদের শেখায় যে আমাদের জয় আমাদের সমন্বয়, আমাদের আস্থা এবং আমাদের দলের প্রস্তুতির উপর নির্ভর করে। আমরা তখনই সফল হই, যখন সবাই তাদের দায়িত্ব পালন করে। আমাদের দেশও একইভাবে এগিয়ে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ