উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র দিল্লি-এনসিআর। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বাড়ছে কুয়াশার দাপটও। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি-সহ উ
উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা


নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র দিল্লি-এনসিআর। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বাড়ছে কুয়াশার দাপটও। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। কুয়াশার কারণে দিল্লিতে এদিনও ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা।

দিল্লির বাতাসের গুণগতমান এখনও মন্দ পর্যায়েই রয়েছে। এদিন সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৫০-এর ঊর্ধ্বে। আইটিও, অক্ষরধাম প্রভৃতি এলাকায় বাতাসের গুণগতমান ছিল মন্দ থেকে খুব মন্দ পর্যায়ে। আইটিও-তে একিউআই ছিল ২৫৬ এবং অক্ষরধাম এলাকায় ২৯৪।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande