
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন মনোজ কোঠারি সোমবার তামিলনাড়ুর তিরুনেলভেলির একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স ছিল ৬৭, এবং তিনি তাঁর স্ত্রী এবং পুত্র সৌরভ কোঠারিকে রেখে গেছেন।
কোঠারির ১০ দিন আগে চেন্নাই থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে তিরুনেলভেলির কাবেরী হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা হয়।
অস্ত্রোপচার সফল হয়েছে এবং তৃতীয় দিনও তিনি বসে কথা বলছিলেন। কিন্তু কয়েকদিন আগে তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং আজ সকাল ৭.৩০ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, সোমবার তার পরিবারের একজন সদস্য জানিয়েছেন।
কোঠারি ১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন। তার ছেলে সৌরভও একজন প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি