
চেন্নাই, ৭ জানুয়ারি (হি.স.): তামিল রাজনীতিতে নতুন সমীকরণ। এনডিএ-তে যুক্ত হতে চায় হাত মেলালেন ই পালানিস্বামী ও অম্বুমণি রামাদোস। এআইএডিএমকে সাধারণ সম্পাদক ই পালানিস্বামী বুধবার পিএমকে সভাপতি অম্বুমণি রামাদোসের সঙ্গে দেখা করেছেন। পিএমকে সভাপতি অম্বুমণি রামাদোস বলেছেন, পিএমকে এনডিএ-র সঙ্গে জোট গঠনের জন্য এআইএডিএমকে-র সঙ্গে হাত মিলিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ