ভারতের শাশ্বত সাংস্কৃতিক সচেতনতা বিষয়ক নিবন্ধ ভাগ করে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এর তরফে বলা হয়েছে, সোমনাথ মন্দির ভারতের শাশ্বত সাংস্
ভারতের শাশ্বত সাংস্কৃতিক সচেতনতা বিষয়ক নিবন্ধ ভাগ করে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এর তরফে বলা হয়েছে, সোমনাথ মন্দির ভারতের শাশ্বত সাংস্কৃতিক চেতনার প্রতীক। বলা হয়েছে, সোমনাথ থেকে রাম জন্মভূমি পর্যন্ত গত ১১ বছরে যে রূপান্তর লক্ষ্য করা গেছে তাতে প্রতিফলিত হয় যে, ভারত একটি আত্মবিশ্বাসী দেশ হয়ে উঠেছে যে তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের জন্য গর্ববোধ করে।

সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে নিবন্ধটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এর তরফে জানানো হয়েছে, সোমনাথ মন্দির ভারতের শাশ্বত সাংস্কৃতিক চেতনার প্রতীক। গত ১১ বছরে সোমনাথ থেকে শুরু করে রাম জন্মভূমি পর্যন্ত হওয়া কাজকর্ম প্রমাণ করে যে, ভারত এখন নিজের সাংস্কৃতিক পরিচিতি নিয়ে গর্ব করার মতো আত্মবিশ্বাসে পরিপূর্ণ দেশ হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিস্তারিতভাবে এই নিয়ে নিজের বক্তব্য পেশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande