দিল্লি সরকারের বিরুদ্ধে ধর্ণা এএপি বিধায়কদের
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): একাধিক ইস্যুতে দিল্লি সরকারের বিরুদ্ধে ধর্ণা দিলেন আম আদমি পার্টির বিধায়করা। শুক্রবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দিল্লি সরকারের বিরুদ্ধে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান এএপি বিধায়করা। এএপি বিধায়ক সঞ্জী
দিল্লি সরকারের বিরুদ্ধে ধর্ণা এএপি বিধায়কদের


নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): একাধিক ইস্যুতে দিল্লি সরকারের বিরুদ্ধে ধর্ণা দিলেন আম আদমি পার্টির বিধায়করা। শুক্রবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দিল্লি সরকারের বিরুদ্ধে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান এএপি বিধায়করা। এএপি বিধায়ক সঞ্জীব ঝা বলেন, দিল্লিতে বিভিন্ন সমস্যা রয়েছে, আইনশৃঙ্খলা, দূষিত জল, যমুনা, দূষণ এবং এই সমস্যাগুলি এড়াতে, বিজেপি একটি ভুয়ো ভিডিও তৈরি করেছে এবং গুরু সাহেবের নাম টেনে এনেছে যাতে আসল বিষয়গুলি নিয়ে আলোচনা না হয়। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র ভুল ট্রান্সক্রিপশন-সহ একটি ভিডিও পোস্ট করেছেন, আমরা তাঁর এবং যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। তাদের ছয় মাসের জন্য বরখাস্ত করা উচিত। কপিল মিশ্রর ইস্তফার দাবি তোলেন এএপি বিধায়করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande