নিউটাউনে সিএনসিআই-এর অগ্রগতি খতিয়ে দেখলেন নাড্ডা, সঙ্গে সুকান্ত
কলকাতা, ৯ জানুয়ারি, (হি স): শুক্রবার কলকাতার নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (সিএনসিআই) নতুন ক্যাম্পাস পরিদর্শন করে প্রতিষ্ঠানের অগ্রগতি পর্যালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা।
নিউটাউনে সিএনসিআই-এর অগ্রগতি খতিয়ে দেখলেন নড্ডা


কলকাতা, ৯ জানুয়ারি, (হি স): শুক্রবার কলকাতার নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (সিএনসিআই) নতুন ক্যাম্পাস পরিদর্শন করে প্রতিষ্ঠানের অগ্রগতি পর্যালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

এক্সবার্তায় জগৎপ্রকাশ নড্ডা জানিয়েছেন, “ক্যান্সার চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলের এক অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে সিএনসিআই বিশ্বমানের পরিকাঠামোর মাধ্যমে সাশ্রয়ী ও উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে।

প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি নতুন নতুন কোর্স চালু করে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এর পরিধি আরও বিস্তৃত করার জন্য আমি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে মানুষের বাড়ির আরও কাছে পৌঁছে দিতে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande