
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): পারদ আরও নামল রাজধানী দিল্লিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের সর্বনিম্ন। এ দিনই ছিল রাজধানীর শীতলতম দিন। গত বছর ১৫ জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটি ছিল গত মরসুমের শীতলতম দিন। এদিকে এ দিন বিগত দিনগুলির মতো কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী ও আশেপাশের এলাকা| গাড়ি চলেছে আলো জ্বালিয়ে। দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে একাধিক বিমান বাতিল হয়েছে বলেও জানা গিয়েছে। এদিন 'গুরুতর' পর্যায়ে দিল্লির দূষণ। শনিবার সকালে রাজধানীর অক্ষরধাম এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪২৫, যা 'গুরুতর' পর্যায়ে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, দিল্লি ও আশপাশের এলাকার গড় একিউআই ছিল ৩৯০, যা 'খুব খারাপ' পর্যায়ে পড়ে। সকাল থেকেই দিল্লি ছিল ধোঁয়াশায় ঢাকা।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ