১২ জানুয়ারি ৮টি বিদেশি-সহ ১৬টি উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো
চেন্নাই, ১০ জানুয়ারি (হি.স.) : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ১২ জানুয়ারি পিএসএলভি-সি৬২ মিশনের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১-সহ মোট ১৬টি উপগ্রহ কক্ষপথে পাঠাবে। এর মধ্যে আটটি বিদেশি উপগ্রহ রয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকা
১২ জানুয়ারি ৮টি বিদেশি-সহ ১৬টি উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো


চেন্নাই, ১০ জানুয়ারি (হি.স.) : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ১২ জানুয়ারি পিএসএলভি-সি৬২ মিশনের মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১-সহ মোট ১৬টি উপগ্রহ কক্ষপথে পাঠাবে। এর মধ্যে আটটি বিদেশি উপগ্রহ রয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম উৎক্ষেপণ মঞ্চ থেকে সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হবে।

শনিবার ইসরো জানিয়েছে, এই মিশনটি সংস্থার বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড পরিচালনা করছে। উৎক্ষেপণের প্রায় ১৭ মিনিটের মধ্যে ইওএস-এন১ উপগ্রহকে সূর্য-সমকালিক কক্ষপথে স্থাপন করা হবে। ১১ জানুয়ারি থেকে ২৫ ঘণ্টার কাউন্টডাউন শুরু হবে। এটি পিএসএলভি রকেটের ৬৪তম উৎক্ষেপণ।

এই মিশনে প্রথমবার রকেটের চতুর্থ ধাপের ডি-বুস্ট প্রক্রিয়ার পর স্পেনের কেস্ট্রেল ইনিশিয়াল টেকনোলজি ডেমনস্ট্রেটর ক্যাপসুল আলাদা করা হবে। মহাকাশে আবর্জনা কমানোর লক্ষ্যে চতুর্থ ধাপ ও ক্যাপসুল বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande