
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ হু হু করে নামছে রাজধানী দিল্লিতে। শৈত্যপ্রবাহে রীতিমতো জবুথবু অবস্থা দিল্লির বাসিন্দারা। রবিবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি ও এনসিআর অঞ্চল। দিল্লিতে ঘন কুয়াশা দাপটও অব্যাহত।
শুধুমাত্র দিল্লি নয়, মাত্রাতিরিক্ত ঠান্ডায় কাঁপছে পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ও। উত্তর প্রদেশ এবং বিহারেও কনকনে ঠান্ডা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কনকনে ঠান্ডা বজায় থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ