
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.) : আগামী ১২ জানুয়ারি গুজরাটের আমেদাবাদে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভারত ও জার্মানির কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ১২ ও ১৩ জানুয়ারি ভারত সফরে থাকছেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সরকারি ভারত সফর। সফরের শুরুতে ১২ জানুয়ারি সকালে তিনি সবরমতী আশ্রম পরিদর্শনে যাবেন। এরপর প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও অংশ নেবেন তিনি। আমেদাবাদের মহাত্মা মন্দিরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাঁরা যৌথ সাংবাদিক সম্মেলন করবেন।
আমেদাবাদ ছাড়াও চ্যান্সেলর মার্জ বেঙ্গালুরু সফর করবেন। প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর মার্জ যৌথভাবে দুই দেশের শিল্প ও বাণিজ্য জগতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই সফর ভারত ও জার্মানির ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিশা দেখাবে বলে মনে করছে বিদেশ মন্ত্রক।
বর্তমানে এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে আমেদাবাদে সাজ সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সবরমতী থেকে মহাত্মা মন্দির পর্যন্ত এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নজরদারিতে।
হিন্দুস্থান সমাচার / সোনালি