রাউরকেল্লায় দুর্ঘটনার কবলে ৯ আসনের বিমান, আহত ৬ জন
ভুবনেশ্বর, ১০ জানুয়ারি (হি.স.) : ওড়িশার রাউরকেল্লায় রঘুনাথপালি এলাকার জালদা এ ব্লকের কাছে শনিবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে (ক্র্যাশ ল্যান্ডিং) পড়ে। এই দুর্ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। পরিবহন মন্ত্রী বিভূতি জেনা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত
দুর্ঘটনা


ভুবনেশ্বর, ১০ জানুয়ারি (হি.স.) : ওড়িশার রাউরকেল্লায় রঘুনাথপালি এলাকার জালদা এ ব্লকের কাছে শনিবার একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে (ক্র্যাশ ল্যান্ডিং) পড়ে। এই দুর্ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন।

পরিবহন মন্ত্রী বিভূতি জেনা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ৯ আসনের ছিল এবং ভুবনেশ্বর থেকে রাউরকেল্লা যাচ্ছিল। বিমানে ৪ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। আহত যাত্রীদের মধ্যে সুশান্ত কুমার বিশ্বাল, অনিতা সাহু, সুনীল আগরওয়াল এবং সবিতা আগরওয়াল রয়েছেন। বিমানের ক্রু সদস্যদের মধ্যে ক্যাপ্টেন নবীন কারাঙ্গা এবং ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব রয়েছেন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিরাপদে বিমান থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে|

মুখ্যমন্ত্রী মোহন মাঝি এই বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন, জগন্নাথের কৃপায় সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন যা অত্যন্ত সান্ত্বনার বিষয়। মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহতদের তৎক্ষণাৎ উন্নীত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি নিজেই পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন যাতে কোনও ধরনের খামতি না থাকে। মুখ্যমন্ত্রী মোহন মাঝি জগন্নাথের কাছে সমস্ত আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande