
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): দিল্লির তুর্কমান গেটে পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহম্মদ নাভেদ, মহম্মদ ফৈজ এবং মহম্মদ উবাইদুল্লাহ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় অভিযুক্ত এই তিনজন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির তুর্কমান গেটে বেআইনি দখলদারির বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় দিল্লি এমসিডি। সেই অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালানো হয়, কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। সেই হামলায় ৫ জন পুলিশ কর্মী জখম হন। সেই হামলার তদন্তে নেমে শনিবার পর্যন্ত ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ